দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে

নাছিম আখতার রিনা | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মানুষ জ্ঞান অর্জন করার মাধ্যমে দৃষ্টিভঙির পরিবর্তন করে। অথচ আমাদের সন্তানেরা সর্বোচ্চ বিদ্যাপীঠে পৌঁছেও দৃষ্টিভঙ্গি বদলাতে অক্ষম হচ্ছে! সহপাঠি, সহকর্মী, সহধর্মী, যেই হোক না কেন, তাঁর পরিচয় যখন নারী, তাকে নানা ভাবে হেনস্তা করতে সর্বদা সচেষ্ট থাকছে তারা। এই ধরণের মানসিকতা সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে না, এবং সামাজিক পরিবর্তনও আসছে না। হচ্ছে না মানসিক ও নৈতিক উন্নয়ন। নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলেছে।
আমাদের পরিবারে নারী কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী- তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ও পরিবারে মর্যাদার অবস্থান সৃষ্টি হয় পারিবারিক শিক্ষার মাধ্যমে। যে কোনো পরিবেশ পারিপার্শ্বিকতায় আমরা নারীকে যোগ্য মর্যাদা দিতে অভ্যস্থ হব যখন আমরা নিজেদের পরিচিত গণ্ডিতে তাঁদের সম্মানিত হতে দেখব। তবে, ইদানীং পারিবারিক শিক্ষা ক্ষেত্র দুর্বল হয়ে গেছে কারণ জীবন জীবিকার তাগিদে সন্তানকে বাবা-মা প্রয়োজনীয় সময় দিতে পারে না। যৌথ পরিবার ভেঙে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শাসন বন্ধ হয়ে গেছে, নৈতিকতা শিক্ষায় এসেছে মিশ্রভাব, নিজ নিজ ধর্মীয় শিক্ষায় কড়াকড়ি নেই। ষড়রিপু- কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসয্য দমন করে মানুষ হতে হয় সে শিক্ষাও কোথাও নেই। সবাই ভোগে বিশ্বাসী, ত্যাগকে পরাজয় মনে করে। তাই যে পারিবারিক শিক্ষা নতুন প্রজন্মকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শেখাত, সেই শিক্ষা এখন তাঁদের জীবন হতে অনুপস্থিত। ফলে সমাজ পরিবর্তনের গোঁড়ায় যে নারী, জাতি গঠনে যে নারী, সেই অশ্রদ্ধা নীপিড়ন নির্যাতনের শিকার। সমাজের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে হলে এখন সরকারকে শাসনের হাত কঠোর করতে হবে, শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক।

পূর্ববর্তী নিবন্ধপেরুর স্বাধীনতা দিবস
পরবর্তী নিবন্ধঅধীনস্থদের প্রতি বৈষম্যমূলক আচরণ নয়