দৃষ্টি

আহসানুল হক | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

সবাই কি সবকিছু দেখে?
কেউ কেউ দেখে, কেউ দেখেনা কিছুই
এই যেমন তুমি-
কখনো দেখোনা আমার বুকের প্লাবিত ভূমি
আমার বুকের যাতনা সকল
চোখের কোণে জমাটবদ্ধ অশ্রু তরল!

অথচ ‘মায়োপিয়া’ চোখে আমি ঠিকই দেখি অবিকল
তোমার ছোট্ট চিবুকের তিল
নাসিকায় জমে থাকা বিন্দু বিন্দু ঘাম;
তোমার কষ্ট নদী, আনন্দ অনাবিল!
আসলে চর্মচক্ষু সকলেরই থাকে
কিন্তু, অন্তর্দৃষ্টি ক’জনে রাখে
ক’জনে দিতে পারে তার দাম?

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধতুমি কি দেখছো পিতা