দৃঢ়তার জয় গান: বিবিসি হানড্রেড উইম্যান

সুমাইয়া বিনতে রশিদ | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

ফটোসাংবাদিক ক্রিস্টিনা আসি, লেবানন

নব্বইয়ের দশকের লেবাননে গৃহযুদ্ধের পর অবিরাম সামাজিকরাজনৈতিক অস্থিরতার মাঝেই বেড়ে ওঠেন ক্রিস্টিনা আসি। এটি তাকে সংঘাতের ঘটনাগুলো দলিলবদ্ধ করতে এবং যুদ্ধের অজানা তথ্যসমূহ তুলে ধরতে অনুপ্রাণিত করে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি হামলায় আসি গুরুতর আহত হন। দক্ষিণ লেবাননে ওই বিস্ফোরণে তার সহকর্মী ইসাম আবদাল্লাহ মারা যান, এবং আরও পাঁচজন সহকর্মী আহত হন। পরে আসি’র একটি পাও কেটে ফেলতে হয়। এই তিক্ত অভিজ্ঞতা তাকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রচার করতে উদ্বুদ্ধ করে। গতবছর প্যারিস অলিম্পিকে মশাল দৌড়ে অংশগ্রহণের সময় তিনি তা উৎসর্গ করেন সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে, যারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

ফ্যাশন উদ্যোক্তা ইদানিয়া দেল রিও, কিউবা

গ্রাফিক ডিজাইনার ইদানিয়া দেল রিও কিউবার প্রথম স্বাধীন ফ্যাশন ব্র্যান্ড ক্ল্যান্ডেস্টিনা’র সহপ্রতিষ্ঠাতা। এই ব্র্যান্ড অনলাইনে বিশ্বব্যাপী পোশাক বিক্রি করে। এই কোম্পানির জন্ম হয়েছিল প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর স্বাধীন ব্যবসা এবং বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ার পর। হাভানাভিত্তিক নারীপ্রধান ডিজাইনার দলের তৈরি পণ্যগুলিতে কিউবার সংস্কৃতি প্রতিফলিত হয় এবং এর মধ্য দিয়ে দ্বীপের সৃজনশীলতাকে সম্মান জানানোর কাজটিও হয়ে থাকে। ইদানিয়া কোম্পানির উৎপাদন প্রক্রিয়ায় পুনঃব্যবহৃত উপকরণ অন্তর্ভুক্ত করেছেন এবং টেকসই পদ্ধতির উপর জোর দেন। হাভানার ইনস্টিটিউট অফ ডিজাইন (ISDI)-এর স্নাতক দেল রিও ফ্যাশন ব্যবসা শুরুর আগে থিয়েটার, আর্ট গ্যালারি এবং বিভিন্ন উৎসবের জন্য পোস্টার ডিজাইন করতেন।

জাদুঘর পরিচালক ঝানিলসিনজাত তুরগানবায়েভা, কিরগিজস্তান

কিরগিজস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পুনরুজ্জীবিত করতে কাজ করেন ঝানিলসিনজাত তুরগানবায়েভা। বিশকেক শহরের একটি নৃতাত্ত্বিক জাদুঘর পরিচালনা করেন তিনি। সেখানে অসাধারণ সব প্রত্নসামগ্রী প্রদর্শন করা হয় যা বিপুল সংখ্যক দর্শনার্থীদের আকৃষ্ট করে। তুরগানবায়েভা দাতব্য কাজের অংশ হিসাবে কিরগিজ সাহিত্যও সংরক্ষণ করে থাকেন যার অন্যতম ‘এপিক অফ মানাস।’ এটি কিরগিজ অঞ্চলের চল্লিশটি আদিবাসী সম্প্রদায়কে একত্রিত করা এক বীর যোদ্ধার গল্প। ইউনেস্কো তালিকাভুক্ত এই মহাকাব্যের একটি সংস্করণ প্রায় পাঁচ লক্ষ লাইন সংবলিত এবং এটি বিশ্বের দীর্ঘতম মহাকাব্যগুলোর একটি।

ডাইভার্সিটি এবং ইনক্লুশন বিষয়ক প্রচারক কাশা জ্যাকুলিন নাবাগেসেরা, উগান্ডা

উগান্ডায় সমকামী সম্পর্ক অবৈধ এবং এর জন্য জেলজরিমানাও হয় সেখানে। তবে অধিকারকর্মী কাশা নাবাগেসেরা সেই দমনমূলক আইন পরিবর্তনে লড়াই চালিয়ে যাচ্ছেন। একজন স্বঘোষিত সমকামী নারী হিসেবে, তিনি আফ্রিকা জুড়ে এলজিবিটিকিউবিরোধী স্টিগমার বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন। নাবাগেসেরা, স্থানীয় সংবাদপত্র এবং উগান্ডা সরকারের বিরুদ্ধে এলজিবিটিকিউ বিরোধী বক্তব্যের জন্য মামলা করেছেন। তিনি দুবার উগান্ডার আদালতে সমকামীতাবিরোধী আইন চ্যালেঞ্জ করেছেন এবং বর্তমানে ২০২৩ সালে পাশ হওয়া একটি আইনের বিরুদ্ধেও লড়ছেন। তিনি এনকুম্বা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রসাশনে ডিগ্রি অর্জন করেছেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনারারি ফেলো। এছাড়াও তিনি জাতিসংঘ, ইউরোপীয় পার্লামেন্ট এবং আফ্রিকান কমিশনের মতো ফোরামে ডাইভার্সিটি বিষয়ক উদ্যোগে অবদান রেখেছেন।

কুস্তিগীর বিনেশ ফোগাট, ভারত

তিনবারের অলিম্পিয়ান, বিনেশ ফোগাট ভারতের সবচেয়ে সফল কুস্তিগীরদের একজন। তিনি ক্রীড়াক্ষেত্রে নারীদের প্রতি লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ পদক এবং এশিয়ান গেমসের পদক জিতেছেন বিনেশ। গতবছর তিনি ভারতের প্রথম নারী কুস্তিগীর হিসেবে অলিম্পিক ফাইনালে পৌঁছেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ওজন মাপার সময় সঠিক বাড়তি ওজনের দায়ে অযোগ্য ঘোষিত হন। পরে তিনি খেলাধুলা থেকে অবসর নেন এবং রাজনীতিতে যোগ দেন। জেন্ডার স্টেরিওটাইপ সম্পর্কে স্পষ্টভাষী, ফোগাট ভারতীয় কুস্তিগীরদের ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিংএর বিরুদ্ধে দীর্ঘদিন প্রতিবাদমুখর ছিলেন। ব্রিজ ভূষণ সিং নারী ক্রীড়াবিদদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ছিলেন, অবশ্য এই অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন।

রাজনীতিবিদ হানারাউহিতি মাইপিক্লার্ক, নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের পার্লামেন্টে নির্বাচিত সর্বকনিষ্ঠ মাওরি আদিবাসী নারী হানারাউহিতি মাইপিক্লার্ক, বয়স মোটে বাইশ! পার্লামেন্টে তাঁর প্রথম বক্তৃতার সময় তিনি বিখ্যাত মাওরি ঐতিহ্যবাহী নৃত্য ‘হাকা’ পরিবেশনের মধ্য দিয়ে আদিবাসী কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি তোলেন। সমপ্রতি, তিনি আরেকটি হাকা নৃত্য পরিবেশন করেন, যা একটি বিতর্কিত বিলের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এবং তা বিলটিকে সংসদে রুখে দিতে সাহায্য করেছিল। মাইপিক্লার্ক মাওরি জনগনের অধিকার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। মাত্র সতের বছর বয়সে তিনি মাওরি চন্দ্রপঞ্জিকা নিয়ে প্রথম বই প্রকাশ করেন। গত বছর তিনি রাজনীতিতে তরুণ আদিবাসী কণ্ঠস্বরকে আরও প্রসারিত করার চেষ্টার ফলস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড পলিটিশিয়ান অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।

অভিনেত্রী হান্ড সাবরি, তিউনিসিয়া

আরব সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় নাম হান্ড সাবরি। তার প্রথম পরিচিতি আসে নারীবাদী চলচ্চিত্র ‘দ্য সাইলেন্সেস অফ দ্য প্যালেস (১৯৯৪)’-এর মাধ্যমে, যা তিউনিসিয়ার নারীদের যৌন এবং সামাজিক শোষণকে তুলে ধরে। ২০১৯ সালে তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম আরব নারী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সমপ্রতি তিনি ‘ওলফা’স ডটারস’ ছবিতে অভিনয় করেছেন, যা ২০২৪ সালের অস্কারের জন্য তিউনিসিয়ার প্রতিনিধিত্ব করে এবং সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হয়। গত নভেম্বরে গাজায় যুদ্ধের সময় খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রতিবাদে তিনি জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে তার পদ থেকে ইস্তফা দেন।

গায়িকা এবং সুরকার ইলাহা সুরুর, আফগানিস্তান

যখন আফগানিস্তানে নারীদের কণ্ঠস্বরকে জনজীবন থেকে মুছে ফেলা হচ্ছে, তখন গায়িকা ইলাহা সুরুর এই দমন প্রতিহত করতে এবং উৎসাহের বার্তা পৌঁছে দিতে ‘‘নান, কার, আজাদি!’’ (মানে রুটি, কাজ, স্বাধীনতা!) নামের গান রচনা করেন। এই গানটি আলবেনিয়ায় অনুষ্ঠিত ইনক্রেডিবল অলআফগান নারী সামিটএ প্রথম পরিবেশিত হয়। চলচ্চিত্র, থিয়েটার এবং সঙ্গীতের দীর্ঘ ক্যারিয়ারে, পুরস্কার বিজয়ী এই শিল্পী প্রায়ই নারীদের অধিকারের পক্ষে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। সুরুর, যিনি হাজারা জাতিগত সংখ্যালঘু সমপ্রদায়ের সদস্য; ২০০৯ সালে জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শো আফগান স্টারএর মাধ্যমে আবিষ্কৃত হন। তবে সঙ্গীতে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য তিনি সহিংস প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন এবং ২০১০ সালে দেশ ত্যাগ করেন।

সংগীত শিল্পী রে, যুক্তরাজ্য

গায়কগীতিকার ‘রে’ এই বছরের ব্রিট এওয়ার্ডসে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি মনোনীত সাতটি পুরস্কারের মধ্যে ছয়টিই জিতেছেন এবং প্রথম নারী হিসেবে ‘সং রাইটার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। ২০২১ সালে, রে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে তিনি নিজের অ্যালবাম প্রকাশের জন্য তার রেকর্ড লেবেল পলিডোরের সঙ্গে সাত বছর ধরে লড়াই করেছেন। তিনি ২০২৩ সালে একজন স্বাধীন শিল্পী হিসেবে তার প্রথম স্টুডিও এলবাম ‘মাই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ব্লুজ’ প্রকাশ করেন যেটি বেশ সাফল্য অর্জন করে। তিনি সংগীতাঙ্গনে এবং সংগীতাঙ্গনের বাইরে নানান সমস্যার মুখোমুখি হয়েছন যেমন যৌন নিপীড়ন, মাদকাসক্তি এবং বডি শেমিং ইত্যাদি। পরে সেসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন এবং গীতিকারদের জন্য ন্যায্য পারিশ্রমিক দাবি উত্থাপন করেছেন।

মেকআপ আর্টিস্ট ওলিভিয়া ম্যাক’ভে, যুক্তরাজ্য

নিজের শরীরে অ্যালোপেশিয়া (মাথার চুল এবং শরীরের অন্যান্য অংশ লোম ঝরে যাওয়ার অসুখ) ধরা পড়ার পর, ওলিভিয়া ম্যাক’ভে উইগ বা পরচুলা বিষয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেন। নতুন স্টাইল আনার চেষ্টা করে এবং বিকল্প চুলের পরীক্ষানিরীক্ষা করতে করতেই চুল হারানো নারীদের উৎসাহ জোগানোর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেন! বর্তমানে সেই উদ্যোগের প্রায় পাঁচ লাখ সক্রিয় ফলোয়ার রয়েছে। অ্যালোপেসিশায়া এবং নারীর স্বাস্থ্যের জন্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি উইগ পরিধানকে স্বাভাবিক হিসাবে দেখতে কাজ করে যাচ্ছেন তিনি। উত্তর আয়ারল্যান্ডের এই মেকআপ আর্টিস্ট ও ইনফ্লুয়েন্সার অবশ্য কৈশোরেই তার চুল হারাতে শুরু করেন। তিনি এখন উইগ নিয়ে কর্মশালা পরিচালনা করেন এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প অন্যদেরকে শোনান। ক্রমশ

পূর্ববর্তী নিবন্ধমীর নাসিরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসভ্যতা ও সংস্কৃতিতে নারীর অবস্থান