দূর্মর বাংলাদেশ সংগঠনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত সোমবার নগরীর খুলশী নিউ ঝাউতলা বিজিএমইএ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার আপেল মাহমুদ। প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী।
মাস্ক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এডভোকেট সৈয়দ শাহেদ উল্লাহ জনি। বিশেষ অতিথি ছিলেন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক মতিউর রহমান সৌরভ, কামাল উদ্দিন, মাওলানা আবুল হাসান, ডা. মহি উদ্দিন, একেএম জাকারিয়া, আবুল কালাম, এফ আর আজাদ, বকিউর রহমান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শওকত আলী ও নুসরাত জাহান প্রিয়া। উপস্থিত ছিলেন আবদুস সাত্তার, পারভেজ, হাফেজ হাবিব উল্লাহ, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান সাকিব, হাসানুজ্জামান, আসাদুল্লাহ মেরাজ, আবু রায়হান, নূর আলম, ফাহাদ, ইমরান, আবু হামজা, বারেক প্রমুখ। জাতীয় সংগীত পরিবেশন করেন নুসরাত জাহান, তানজিম শওকত লিজা, মোহনা ও আঁখি। পরিশেষে দুস্থ, অসহায়, শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।