আকাশের বুকে চাঁদ আর তারা
হামেশাই থাকে লেগে
জোৎস্নায় মেলে দু’আখির পাতা
চেয়ে থাকি জেগে জেগে।
খুজে ফিরি ফুল, নদী পর্বতে
এতখানি সুখ কোথা পাই
পেয়েছি যা আমি ঐ কালো চোখের
বাঁকা বাঁকা ঈশারায়।
দুরে এসে তাই পিছে ফিরে চাই
কী এসেছি ফেলে ভুলে
বৃক্ষ তরু–লতা মুক মনে হয়
আবেগে বিরহ তুলে
পাশে পাশে থেকে গিয়েছে কি বোঝা
রইলে গো কাছে কী হয়
যত দুরে যাই, মন পোড়া ঘ্রাণে বুঝি
ভালবাসা কারে কয়।