নিঃস্ব হয়ে দিয়েই গেলে অকাতরে
সবটা দিলে যা যা ছিল উপুড় করে,
দুঃখের ঘামে ভিজলে তুমি
ধরলে ছাতা আমার মাথায় দাপুটে রোদ্দুরে।
কষ্ট জলে হও একাকার চুঁইয়ে কপাল
আমার কাছে আনলে টেনে স্নিগ্ধ শীতল বরষাকাল।
থোকা থোকা যুঁই চামেলি গন্ধরাজের সবকটি ফুল
আনলে তুলে দু‘হাত ভরে,
পেলাম যখন দিব্যি আমি গেলাম ভুলে তোমারই নাম,
তোমায় ফেলে যাচ্ছি চলে বড্ড দূরে।
আমার তুমি হয়ে যদি না থেকেছো,
তোমার আমি ঠিক রয়েছি,
ভালোবাসায় তোমার বুকে চিহ্ন এঁকে
ঠিক রেখেছো, যতই দূরে রই না কেন,
বুকের মাঝে আগলে রাখো,
পূজন–ভজন, কাব্য–কথায় আমায় রচো।
আমি কেবল ভিন্ন পথে পথ ধরেছি,
চেনা সকল পথ ছেড়েছি,
চলছি ছুটে নিরুদ্দেশে
সন্ন্যাসীরঙ বেশটি পরে..
অনেক দূরে…অনেক দূরে…