থাকলো পড়ে বইয়ের পড়া
আজকে ছুটির দিন
বাঁধন ছেঁড়া ঘুড়ির মতো
অপূর্ব রঙিন।
ঘুড়ির মতোই হারাতে চাই
ঘুড়ির মতোই উড়তে
দেশ থেকে দেশ দেশান্তরে
এলেবেলে ঘুরতে।
এড়িয়ে যত বিঘ্ন বাধা
পেরিয়ে তেপান্তর
খুঁজে নেবো সুয়োরানি
দুয়োরানির ঘর।
ছিঁড়েছি তাই ঘরের বাঁধন
মেলেছি তাই ডানা
পেছন থেকে ডাকলেও কেউ
শুনবো না আর মানা।
আজকে আমি মুক্তস্বাধীন
আজকে বাঁধন হারা
আজ নেইতো বই বগলে
পড়তে যাওয়ার তাড়া।
বইয়ের পড়া বইয়ে থাক
পেয়েছি আজ দূরের ডাক।










