দূরের কোন গাঁয়ে

সুপর্ণা লিপি বড়ুয়া | সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

সবুজ পাতার ফাঁকে

সুয্যি মামা ডাকে

যাবে দূরের গাঁয়ে?

যেখান থেকে শুনতে পাবে

পাখির কলতান

কিচিরমিচির শব্দ ডাকে

জুড়িয়ে যাবে প্রাণ।

শীতের ভোরে রোদের পরশ

গায়ে দেবে মেখে

হাঁড় কাঁপুনি শীতটা তখন

পালিয়ে যাবে দূরে।

যাবে দূরের গাঁয়ে!

বসন্তে রঙিন হয় কৃষ্ণচূড়া ফোটে

কোকিল ডাকে মধুর সুরে

মনটা ভরে ওঠে।

চার দেয়ালের বদ্ধ জীবন

মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে

চাই যে মন দূরের যেতে

দূরের কোনো গাঁয়ে।

পূর্ববর্তী নিবন্ধশীতে শিশুর যত্ন নিশ্চিত করা হোক
পরবর্তী নিবন্ধচুল নিয়ে চুলচেরা