দূরত্বহীন রোদ

আলী সিদ্দিকী | শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

যেখানে যতোদূরে যেভাবে থাকি

তোমার ভেতরই থাকি

তোমার মোলায়েম গর্ভে;

নীল সাগরের ঢেউয়ে শুধুই দুলি

লালসবুজ নক্সা আঁকি

শত ফুল ফোটে সৌরভে।

তুড়ি মেরে উড়াই মালিন্য সকল

ক্ষরণের তপ্ত সকল ব্যথা

হৃদয়ে জ্বলে মঙ্গল সেঁজুতি;

যতোই দূরত্বের বিষাদ ছড়াক সময়

করুক অশেষ যন্ত্রণাবিদ্ধ

অমলিন তুমি হীরক দ্যুতি।

যতো দূরেই যাই আমি ততো বেশী

তোমার হয়ে উঠি পরিপূর্ণ

যায় ভেঙে সকল প্রতিরোধ;

নাড়ির ঘ্রাণে টইটুম্বর রসভান্ডার

মাটির তুমুল সোঁদাগন্ধ

দূরত্বহীন এক আকাশ রোদ ।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় নারী উদ্যোক্তা কর্তৃক চালু হলো নিত্যদিনের বাজার
পরবর্তী নিবন্ধপ্রেমে