দু–এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এখন (তারেক রহমান) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় দু–এক দিনের মধ্যে আমরা তাকে চেয়ারম্যান করতে পারব। কারণ অলরেডি আমাদের দেশনেত্রী চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। সেই জায়গা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে।’ গতকাল রোববার সন্ধ্যায় সিলেটের এয়ারপোর্ট এলাকায় উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করতেন, আমরা আশা করি, এবারও তা হবে। আমাদের প্রত্যাশা, সবার প্রত্যাশা তিনি (তারেক রহমান) সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন।’
খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া।
যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছিল খালেদা জিয়ার, সেটি আমাদের গঠন করতে হবে।’











