দুয়ারে ফাগুন মনে আগুন

রূপক কুমার রক্ষিত | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

দুয়ারে ফাগুন, মনেতে আগুন

প্রেমে পড়ে গেছে সাড়া,

ফুটেছে রঙিন সুরভিত দিন

সৌরভে আকুল কারা।

রাঙা পাপড়িরা উঁকি দিয়ে চায়

বনে বনে ফুলে ফুলে,

বাঁকা ঠোঁটে হেসে, উদাসীন বেশে

স্বপ্নেরা চলে দুলে দুলে।

এ হৃদয়ে ফুল আজও ফোটেনি,

রাঙাতে পারেনি কোন রঙ,

স্বপ্নেরা প্রাণহীন জাগেনি এখনও

ফাগুনের একি হলো ভ্রম।

মাঘের মেঘলা নিশি,

ক্ষণে পোহায়নি

ওঠেনি সূর্য ফাগুনী,

বাজেনি নূপুর, প্রেমের ঝুমুর

প্রেয়সী এখনও খুঁজেনি।

হাওয়ায় ফাগুনে, ভ্রমর গুঞ্জরণে

দোলা লাগে প্রাণে প্রাণে,

প্রেমাতুর আঁচে,আনন্দে মন নাচে

কোকিলের কুহু কুহু গানে।

ফাগুনী আকুল অভিসারে ব্যাকুল

মধুময় আনন্দবেলা,

পলাশে শিমুলে সাজে লালে লালে

স্বপ্নের পিয়াসী ভেলা।

আমার চলার পথে নেই কোলাহল

নেই মধুরিমা গুঞ্জন,

প্রিয়ার ইশারায়, উষ্ণ মহড়ায়

হলোনা মিষ্টি বিনোদন।

অখিল মধুর প্রেমের, মায়াবী পিয়াস

বিরহী আঙিনায় ভাসে,

প্রেমের মধুরস ভোরের শিশির হয়ে

বেদনায় জমে ঘাসে ঘাসে।

পূর্ববর্তী নিবন্ধচেতনার রঙে
পরবর্তী নিবন্ধজীবনের প্রয়োজনে প্রেমময় জীবন