দুহা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া সপ্তাহ

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

দুহা ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ‘৫ম ডিআইএস বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৬’ গত ২৫ জানুয়ারি সম্পন্ন হয়েছে। স্কুলের অধ্যক্ষ হাসিনা মুহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজ এন্ড রিসার্চ (সিপিএসআর) এর নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবসার মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট ক্রীড়া পরামর্শক সজিব উদ্দিন ও একাডেমিক ডিরেক্টর নুসরাত জাহান ইরা। প্রধান অতিথি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের হাত ধরেই জাতির অগ্রযাত্রা নিশ্চিত হবে। তাই শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে তোলা জরুরি। নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা ও সৃজনশীল বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে শিশুরা যোগ্য, সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। এমন নাগরিকরাই বাংলাদেশকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত আয়োজনে ডিসপ্লেসহ নানাবিধ মনোরম অনুষ্ঠান ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন সাংবাদিক আবসার মাহফুজ।

পূর্ববর্তী নিবন্ধফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ও স্নুকারের প্রীতি ম্যাচে চিটাগাং ক্লাবের জয়
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ফার্মা প্রিমিয়ার কাপ ফুটবল শুরু