দুহা ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ ডিআইএস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেশন–২ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দুহা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হাসিনা মুহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আহসান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির মহাপরিচালক বিশিষ্ট ক্রীড়া পরামর্শক এবং প্রতিষ্ঠানের এইচ আর ম্যানেজার সজিব উদ্দিন। ১ম সেশনে প্রি স্কুল ও ই.ওয়াই.এফ.স শাখা এবং ২য় সেশনে প্রাইমারি, সেকেন্ডারি এবং ব্রিটিশ কারিকুলামসহ সকল শিক্ষক–শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ্যানি খাতুনের পরিচালনায় এবং ডাক্তার ওয়ার্দা সিরাজ ও মশিউর রহমান জিসানের সঞ্চালনায় প্রতিযোগিতায় ১৩টি গ্রুপে ৩৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।