দুস্থ মানুষের সেবা করাই মাইজভাণ্ডারী তরিকার শিক্ষা

গাউছিয়া হক কমিটির চিকিৎসা ক্যাম্পে লায়ন গভর্নর

| মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার ব্যবস্থাপনায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (.)’র খোশরোজ শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল নারীদের জরায়ু মুখের ক্যান্সার টেস্ট, টিকা প্রদান। লায়ন ডা. বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে ইমেজ নাসিরাবাদ ক্লিনিক মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, দুস্থ মানুষের সেবা করাই মাইজভাণ্ডারী তরিকার শিক্ষা। তিনি সবাইকে দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, লায়ন মো. জাহাঙ্গীর মিয়া, লায়ন মোহাম্মদ জানে আলম, লায়ন মো. খোরশেদ আলম, লায়ন ইয়াছিন ফারুক, লায়ন কাজী মাহবুবুল আলম, লায়ন কাজী মাহবুবুল আলম, লায়ন মো. সেলিম সিকদার, লায়ন ইঞ্জিনিয়ার জাভেদ আবছার চৌধুরী, লায়ন মো. কামাল উদ্দিন। এতে প্রায় ১৫০ শতাধিক সাধারণ রোগীকে চিকিৎসা সেবা প্রদান ওষুধ বিতরণ করা হয় এবং ৩০ জন রোগীকে ভায়া টেস্ট ও ২০ জন রোগীকে জরায়ু ক্যান্সার টিকা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপাসগোলায় কর্মজীবী ও বস্তিবাসীদের টিকাদান কার্যক্রম
পরবর্তী নিবন্ধরূহানী শক্তিতে বলীয়ান ছিলেন আবদুল কাদের জিলানী (রহ.)