দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহেরি বিতরণ কর্মসূচি জুনিয়র চেম্বারের

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম প্রতিবারের মত তাদের ব্যতিক্রমী আয়োজন ‘স্নেহের আলিঙ্গন’ রামাদান ফুড ড্রাইভ শুরু করেছে। সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার উদ্দেশ্যে এবং তাদের কর্মসংস্থানের লক্ষ নিয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে চট্টগ্রামের একটি সংগঠন ‘তোহফা ফর ম্যানকাইন্ড’।

গতকাল বুধবার জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এবং তোহফা ফর ম্যানকাইন্ড সংঘটনের সহযোগিতায় প্রায় তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সামান্য হাসি এবং স্নেহের আলিঙ্গনের প্রচেষ্টায় সেহেরি বিতরণ করা হয় চট্টগ্রামের বিভিন্নস্থানে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের প্রেসিডেন্ট মো. ইসমাইল মুন্না বলেছেন, সুবিধাবঞ্চিত ও দুস্থদের মাঝে আমরা সবসময় পাশে থেকেছি। আমরা চেষ্টা করি সমাজের এই সকল মানুষ যাতে অবহেলিত ও বঞ্চিত না হয়। তাই আমাদের এই খুদ্র প্রয়াস স্নেহের আলিঙ্গন।

এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের ডিরেক্টর সাদ মুস্তাফিজ অনিন্দ্য এবং ডিরেক্টর কাইসার হামিদ ফরহাদ। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের এই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত, সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আশরাফ বান্টি, ট্রেজারার মো. মঈন উদ্দিন নাহিদ, জেনারেল লিগ্যাল কাউন্সেল গোলাম সরওয়ার চৌধুরী, ডিরেক্টর ইমন বড়ুয়া, ডিরেক্টর সাহেদ আলি, ডিরেক্টর মো. আল আমিন মেহরাজ বাপ্পি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন তোহফা ফর ম্যানকাইন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দরবারে বারীয়ার নায়েবে সাজ্জাদানশীন মুফতি সাইফুল ইসলাম বারী ও সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ শিপিং এজেন্টস এসো’র ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধবাংলাদেশ কন্টেনার শিপিং এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন