চলমান কঠোর লকডাউনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নগদ অর্থ উপহার দেওয়া হচ্ছে।
গতকাল সোমবার বেলা ১১টায় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর পক্ষে দেওয়ান বাজার ওয়ার্ডে নগদ অর্থ বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি বলেন, করোনা মহামারীতে পুরো পৃথিবী বিপর্যস্ত। বাংলাদেশকে মহামারীর বিপর্যয় থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দেশে করোনা টিকার কার্যক্রম চলমান রেখেছেন তিনি। চেষ্টা করছেন যাতে দেশের শতভাগ মানুষকে টিকার আওতায় আনা যায়। বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পেয়ার মোহাম্মদ। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, চসিকের ওয়ার্ড সচিব মোতাহের হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মো. সালাউদ্দিন, মো. জহির উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, মো. শহীদ, আলোড়ন বিশ্বাস, মো. ফাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।