দুস্থদের স্বাস্থ্যসেবা আরো সমৃদ্ধ করতে হবে: ড. ইফতেখার

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:১৯ পূর্বাহ্ণ

ইমেজ প্রধান কার্যালয়ে ইমেজের সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপক এম. মমতাজুল হকের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অর্থ ও প্রশাসনিক ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহ-সভাপতি এইচ.এম. সোহেল। বক্তব্য রাখেন ওয়াহিদুর রহমান, মহসিনুল ইসলাম, ডা. হৈমন্তী চৌধুরী, মো. নাজিম উদ্দিন, মো. নিজাম উদ্দিন, রণজিৎ কুমার শীল, এ.টি.এম. খাইরুল বশর প্রমুখ। এতে এম. মমতাজুল হককে সভাপতি ও সেলিনা আখতারকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কার্যকরি পরিষদ গঠিত হয়। প্রধান অতিথি দরিদ্র-হতদরিদ্র-নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির সেবাগ্রহীতাদের মানসম্মত স্বল্পমূল্যে সেবা প্রদান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য স্বল্পমূল্যে অভিজ্ঞ ডাক্তার ও প্যারামেডিক কর্তৃক আরও সমৃদ্ধ সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোমী হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ২৭০জন প্রতিবন্ধী পেল খাদ্য ও সুরক্ষা সামগ্রী
পরবর্তী নিবন্ধমালদ্বীপ থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী