সমাজের অবহেলিত, দুঃস্থ, হতাশাগ্রস্থ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন সার্ভ ফর স্মাইলের উদ্যোগে গতকাল শনিবার সকালে নগরীর হালিশহরের ফইল্যাতলী বাজার এলাকায় গরীব, শ্রমজীবীও মেহনতি মানুষের মাঝে করোনা ভাইরাস থেকে সুরক্ষার লক্ষে মাস্ক বিতরণ করা হয় এবং ভাইরাসের ক্ষতিকর দিক ও সচেতনতা নিয়ে ব্যাপক প্রচারণার অংশ হিসাবে সচেতনতামূলক শ্লোগান সম্বলিত টি-শার্ট বিতরণ করেন। এই সময় দুস্থ ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সার্ভ ফর স্মাইল এর সেক্রেটারি লায়ন ডাক্তার মেসবাহ উদ্দীন তুহিন, ট্রেজারার সাইফুল ইসলাম ও সংগঠনের সদস্য মাহবুবুল মাওলা, মিজানুর রহমান সহ স্থানীয় আলোকিত সংঘের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য প্রোগ্রামটি বাস্তবায়নে সহযোগিতা করেছে ক্লিফটন গ্রুপ ও আলোকিত সংঘ। প্রেস বিজ্ঞপ্তি।