দুস্থদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির খাবার বিতরণ

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:০৭ অপরাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষে ফটিকছড়ি হাইদচকিয়া পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে গত ৩ অক্টোবর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। অতিথি ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, লায়ন মোহাম্মদ জানে আলম, লায়ন সলিল আচার্য্য, লায়ন রাজু আচার্য্য, লায়ন অরুপ শীল, লায়ন ইসমাইল, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন বাসু চৌধুরী, লায়ন ড. তরুণ কুমার আচার্য্য, লায়ন অর্চ্চনা রাণী আচার্য্য, লায়ন স্বপন সাহা, লায়ন টিটু চৌধুরী, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন ধীমান দাশ, মো.আজাদ, লায়ন ঝুমুর সর্দ্দার, লায়ন বিপুল সরকার, লায়ন রুপনা আচার্য্য, লায়ন আন্না সরকার, লায়ন রত্না আচার্য্য, বিজয় আচার্য্য, নয়ন শীল, শিক্ষক টিটু মহাজন, শিক্ষক পার্থ ঘোষ, কৃষ্ণাকলি আচার্য্য, দেবাশীষ দেব,অর্চনা রানী আচার্য্য, প্রবীর আচার্য, কুমার রতন আচার্য্য, অনির্বাণ আচার্য্য জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহানিফের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর রক্ষায় স্কপ শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবে