বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে নগরীর কর্ণেলহাট সংলগ্ন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৩ নভেম্বর নিম্নবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. শেখ শফিউল আজম। অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো ইসমাইল হক চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আনোয়ার আজম, মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, আমাউদ্দীন চৌধুরী, আফসার আলম বাবলু, আবদুস সালাম, কৃষ্ণ দাশ সহ কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা। প্রেস বিজ্ঞপ্তি।