চলমান পরিস্থিতিতে দুস্থ ও দরিদ্রদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশে যুব মহিলালীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে চাল–ডাল–আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুব মহিলালীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সায়রা বানু রৌশনীর ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনের কোহিনুর আক্তার, আবিদা সুলতানা আখি, ইমরাতুন্নেসা এ্যানি, পান্না আক্তারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সায়রা বানু বলেন, ছাত্রদের আন্দোলনে রাজনৈতিক দুবর্ৃৃত্তরা ঢুকে সারাদেশে যে তাণ্ডব চালিয়েছে এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিশেষ পরিস্থিতি তৈরি করা। সরকারের সময় উপযোগী পদক্ষেপের কারণে তারা সফল হতে পারেনি। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে। এখন স্বাভাবিক অবস্থা ফেরাতে সংশ্লিষ্ট সকলকে যে যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।