লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের উদ্যোগে গতকাল শনিবার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দৈনিক আজাদী প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে চাল ডাল আলু পেঁয়াজ তেলসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী খাবার বিতরণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোরশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্র্ক্িট ৩১৫বি৪ এর গভর্নর ডা. সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেকেন্ড ভাইস গভর্নর শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু। এই সময় আরসি হেডকোয়ার্টার লায়ন জাহাঙ্গীর মিয়া, আরসি হেড কোয়ার্টার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, লায়ন বিদ্যুৎ কান্তি বিশ্বাস, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের ভাইস প্রেসিডেন্ট লায়ন ফজলে করিম লিটন, বিজয় শেখর দাশ, ট্রেজারার লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন ওসমান ফারুকী, লায়ন বাপন দাশগুপ্ত, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ইফতেখারুল ইসলাম ফাহিম, লিও জেলা জোন ডিরেক্টর ও আইপিপি লিও ইসমাইল বিন আজিজ আলভি, সেক্রেটারি লিও ইফাদ মিয়া, লিও মোহাম্মদ গিয়াসউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।