দুস্থদের মাঝে কাঞ্চনমালা ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

লায়ন ক্লাব অব চিটাগাং এর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন ডা. দুলাল দাশ এমজেএফ এবং কাঞ্চন মালা ফাউন্ডেশন এর সহযোগিতায় সম্প্রতি নগরীর নন্দন কানন তুলসী ধাম মন্দিরে সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন ক্লাব অব চিটাগং সেন্ট্রালের সভাপতি লায়ন জুনায়েত রহমান রিফাত, প্রধান অতিথি হিসেবে ছিলেন লায়ন্স জেরা ৩১৫বি৪ বাংলাদেশ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধা বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানো লাইনিজমের ধর্ম, লায়ন ডা. দুলাল দাশ এমজেএফ এবং কাঞ্চনমালা ফাউন্ডেশনএর চেয়ারম্যান লায়ন ডা. দুলাল দাশকে এ ধরনের উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন। এতে আরও বক্তব্য রাখেন তুলসী ধামের মহারাজ শ্রী দেবদীপ মিত্র চৌ., কাঞ্চনমালা দাশ, লায়ন এডভোকেট নূরুল ইসলাম, লায়ন বিশ্বজিত দাশ, অনুপ দত্ত, লিও সাইফুল, লিও সাকি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূমিধসের আগাম প্রস্তুতি পরিকল্পনা যাচাই কর্মশালা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শহরকে ক্লিন, গ্রিন ও সেইফ সিটিতে রূপান্তর করতে সবাইকে ভূমিকা রাখতে হবে : মেয়র