দুস্থদের মাঝে এবিএফের রান্না করা খাবার বিতরণ

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:২৭ অপরাহ্ণ

করোনাভাইরাস পরিস্থিতিতে নগরীর বিভিন্নস্থানে হতদরিদ্র, ভিখারী, ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন (এবিএফ)। গত ২৩ ডিসেম্বর নগরীর মুরাদপুর বহদ্দারহাট চকবাজারসহ বিভিন্ন এলাকায় ভবঘুরে ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার তুলে দেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি যিকরু হাবিবীল ওয়াহেদ। খাবার বিতরণে সহযোগিতা করেন হায়দার আলী, শওকত হোসেন, আনিস রহমান, নাজমুন খানম, পঙ্কজ দেবনাথ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েল এমপ্লয়িজ ইউনিয়নের জয়লাভ
পরবর্তী নিবন্ধধলই ইউনিয়নে মাওলানা মোনাফ শাহ (রা.) মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন