দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

কাপ্তাই ৪১ বিজিবি

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি ওয়াগ্‌গাছড়া জোনের উদ্যোগে সমপ্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থানীয় ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনিগুড়া চাল, সেমাই, চিনি, গুড়া দুধ, সয়াবিন তেল, মসলা, শাড়ী, লঙ্গী এবং প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়। দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করে লে. কর্নেল সাব্বির আহমেদ বলেন, ১০ জুলাই পবিত্র ঈদুল আযহা। ঈদ মুসলমানদের হলেও সকল সমপ্রদায়ের দরিদ্র মানুষ যাতে সমানহারে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য কাপ্তাই ব্যাটালিয়নের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে উল্লেখিত মালামাল প্রদান করা হয়েছে। পরিবারের সকল সদস্যকে নিয়ে আনন্দে ঈদ উদযাপন করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। উপজেলার চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম এবং ওয়াগ্‌গা ইউনিয়ন হতে আগত দরিদ্র পরিবারের সদস্যরা ঈদের পূর্বে বিজিবি কর্তৃক ঈদ সামগ্রী উপহার হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন
পরবর্তী নিবন্ধসুগত বড়ুয়া