দুস্থদের জন্য বিনামূল্যে ঘর প্রধানমন্ত্রীর অনন্য নিদর্শন

মোহরা যুবলীগের সভায় আবদুচ ছালাম

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

মোহরা ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, শেখ হাসিনা দেশের শাসনভার গ্রহণ করার পর থেকেই দেশের অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের ভাগ্যোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তার দূরদর্শী নেতৃত্বে দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

যথাযথ অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ একের পর এক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কে।গতকাল মোহরায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহামুদ, দিদারুল আলম দিদার, বিজিএমইর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, নুরুল আনোয়ারা, মাহাবুব আলম আজাদ, শেখ নাছের, ইকবাল ইকরাম শামীম, মোহাম্মদ কফিল উদ্দীন, আবু বক্কর চৌধুরী, আবু নাছের চৌধুরী আজাদ প্রসুভ।

সভায় উপস্থিত ছিলেন এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, মো. নুরুল ইসলাম, অলিদ চৌধুরী, খালেদ সওদাগর, মোহাম্মদ বাদশা, মো. আলমগীর, মোহাম্মদ হারুন, মো. আইয়াজ উদ্দিন, কফিল উদ্দিন, আবছার উদ্দিন, শফিউল আলম, সরওয়ার আলম, বখতিয়ার, জসিম উদ্দিন, পারভেজ, বাদশা, আরিফ, নুরুল কবির, হারুনুর রশিদ, আকবর, মোহাম্মদ ইছাক, মো. হোসেন, জাফর, শহীদুল্লাহ্‌ লিটন, ফারুক, গিয়াস, নাজের উদ্দিন, মো. ইমাম উদ্দিন, দেলোয়ার হোসেন, মোস্তফা, সাইফুল ও রুবেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উত্তরা মোটর্সের ডিলার শোরুম উদ্বোধন
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার