ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, সামনে নির্বাচন, কিছু মানুষ সুন্দর সুন্দর পোশাক পরে ভালো মানুষের মত মন ভোলানো কথা বলে বলে আপনাদেরকে ধোঁকা দিতে চাইবে। সাবধান, আপনারা দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিবেন না। আপনারা দেখে শুনে ভালো মানুষের সাথে থাকবেন। উন্নয়নের সাথে থাকবেন। গতকাল শুক্রবার কর্ণফুলী উপজেলায় ইছানগর ৭ নম্বর ওয়ার্ড হাফেজ মনির উদ্দিন সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে আরসিসি দ্বারা ইছানগর হাফেজ মনির উদ্দিন সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করা হয়।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরও বলেন, বর্ষাকালে আগে আপনাদের ছেলেমেয়ের বিয়ে দিতে চিন্তা করতে হত। কাদাপানি মাড়িয়ে কিভাবে বাড়িতে বেয়াই বেয়াইন আসবে। এখন এখানকার সব রাস্তাঘাট পাকা হয়ে গেছে। আপনাদের বেয়াই বেয়াইন কিভাবে আসবে সে চিন্তা করতে হবে না। গাড়ি নিয়ে সোজা চলে আসতে পারবে। আপনারা এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করবেন না। এলাকার সব রকম উন্নয়নমূলক কর্মকান্ডের চিন্তা ভাবনা আমার উপরে ছেড়ে দিন। আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন যাত্রা সারাদেশে বইছে সেটির সুফল আপনারা ইতিমধ্যে পেয়েছেন। বাকি যেসব কাজ অসমাপ্ত থেকে গেছে সেসব কাজ দ্রত সময়ে সমাপ্ত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আ.লীগ সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পিযুষ কুমার চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমির আহমদ, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, এলজিইডির কর্ণফুলী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহেদুল আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান শাহেদ, নাজিম উদ্দিন হায়দার, রাশেদুর রহমান, মো. আলমগীর খসরু, এয়াকুব মুন্সী, রফিক আহম্মদ, কামাল আহমদ রাজা, মির্জা জালাল আহমদ, হাফেজ শাহ আলম, আলমগীর বাদশা, সেকান্দর মির্জা, দিদারুল আলম শুভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।