সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, দুষ্কৃতকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা একটার পর একটা ইস্যু তৈরি করে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
সিভাসু’র সাংস্কৃতিক সংগঠন প্রাঙ্গণ ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল–বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া, ভিডিও প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান আরো বলেন, যাঁদের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন দেশ পেয়েছি, তাঁদের আশা–আকাঙ্খাকে আমাদের পূরণ করতে হবে। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হব। দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত সভায় মূখ্য আলোচক ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন। বিশেষ আলোচক ছিলেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
শুরুতে জুলাই–আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে স্মৃতিচারণ করেন ৪শিক্ষার্থী। পরে জুলাই–আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। শেষে জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।