মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমি আয়োজিত মরহুম ঈছা মো. দুলাল ও মরহুম দেলোয়ার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাকলিয়া সূর্য তরুন ক্লাব ৫৪ রানে মাদারবাড়ী হোসেন স্মৃতি সংসদকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ হন বাকলিয়ার শম্ভু। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল আজিজ। দ্বিতীয় খেলায় গোলাম মোস্তফা স্মৃতি সংসদ ৫০ রানে সিপাহীকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হনবিজয়ী দলের নজরুল।
তার হাতে পুরস্কার তুলে দেন আকবর গ্রুপের ডিরেক্টর ফারিয়া আকবর। প্রেস বিজ্ঞপ্তি।