কানে বাজছে শিস, উতলিয়ে গাইছে গান
ঐ দেখ, ঐ দেখ – দূর আকাশে
দুলছে খুশির চাঁদ
চল, বন্ধু রাঙিয়ে উঠি– সুখ মহাপ্রাণ।
ঘরে ঘরে আনন্দ আর সেমাই পুলি
এই আয় খুকি, চল সব দুঃখ ভুলি
বাতাসে বাতাসে গুঞ্জরণ, বয়ে যাচ্ছে ঢেউ কলতান
এসো চারদিকে ঘুরে বেড়াই –সুখের সাম্পান।
এতো খুশি, এতো সুখ –এই তো জীবনধারা
হাসিতে হাসিতে উড়াই ঝরনাধারা
এমন মানব জীবন সৃষ্টি কেবল তোমারি দান
তুমিই সৃষ্টি, তুমিই উত্তম, তুমিই মহীমান।