দুলছে খুশির চাঁদ

আলী আকবর বাবুল | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

কানে বাজছে শিস, উতলিয়ে গাইছে গান

ঐ দেখ, ঐ দেখ দূর আকাশে

দুলছে খুশির চাঁদ

চল, বন্ধু রাঙিয়ে উঠিসুখ মহাপ্রাণ।

 

ঘরে ঘরে আনন্দ আর সেমাই পুলি

এই আয় খুকি, চল সব দুঃখ ভুলি

বাতাসে বাতাসে গুঞ্জরণ, বয়ে যাচ্ছে ঢেউ কলতান

এসো চারদিকে ঘুরে বেড়াই সুখের সাম্পান।

 

এতো খুশি, এতো সুখ এই তো জীবনধারা

হাসিতে হাসিতে উড়াই ঝরনাধারা

এমন মানব জীবন সৃষ্টি কেবল তোমারি দান

তুমিই সৃষ্টি, তুমিই উত্তম, তুমিই মহীমান।

পূর্ববর্তী নিবন্ধঈদের খুশি
পরবর্তী নিবন্ধঈদ : উৎসব, মানবতা ও বিশ্বশান্তির আহ্বান