আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লোহাগাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনীয় ভবিষ্যত গড়ি”- এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ১৩ অক্টোবর (শুক্রবার) সকালে দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের রুবেল হোসেনের নেতৃত্ব ১৫ জনের একটি টিম অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভলপমেন্ট ফেসিলিটেটর আবু সাঈদ রানা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুুহাম্মদ মোসলেহ উদ্দিন, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ, প্রতি বছর কোন না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে, বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকি হ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগ পূর্ব পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।