দুর্যোগে সবার আগে ঝাঁপিয়ে পড়ে যুব স্বেচ্ছাসেবকরা

রেড ক্রিসেন্টের সভায় জেলা প্রশাসক

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে জার্মান রেড ক্রসের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে ‘দুর্যোগ ঝুঁকি প্রশমনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এর প্রতিপাদ্য ছিল ‘ভলান্টিয়ার নাউ ফর আওয়ার কমন ফিউচার’। সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস, ইপসা, বেটার ফিউচার বাংলাদেশ ও তৃণমূল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, সকল দুর্যোগে সবার আগে যুব স্বেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়ে। করোনাকালীন আমাদের স্বেচ্ছাসেবকরা মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সচেতনতামূলক মাইকিং ও রাতে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বতঃফূর্ত অংশগ্রহণ ছিল।
সভায় অতিথিদের মধ্যে ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ শফিউল আজম, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামশেদ খোন্দকার, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তী, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান প্রমুখ। যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলে বিটুমিন দেবে বসুন্ধরা গ্রুপ
পরবর্তী নিবন্ধসমন্বিত চিকিৎসা সেবা নিয়ে চমেকে হার্ট ফেইলিউর ক্লিনিক চালু