‘দুর্যোগে সচেতন থাকলে ক্ষয়ক্ষতি কম হবে’

জাতীয় দুর্যোগ প্রশমন দিবসে নানা আয়োজন

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশান) সেভ দ্যা সিলড্রেন ও সিপিপির সহযোগিতায় র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলমের সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মো. জসিম উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল করিম, প্রকৌশলী লিপটন ওম, ফায়ার সার্ভিস টিম লিডার মিজানুর রহমান, সিপিপির উপজেলা টিম লিডার মো. ছগীর, ইপসার কর্মকর্তা কল্যাণ বড়ুয়া, মিঠু কুমার দাশ প্রমুখ।বক্তারা বলেন, প্রতিটি দুর্যোগে জনগণ যত বেশি সচেতন থাকবে তত বেশি ক্ষয়ক্ষতি কম হবে । তাই দুর্যোগে সচেতন হওয়া আমাদের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন ।

হাটহাজারী প্রতিনিধি জানান, ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্য স্নোগানকে সামনে রেখে হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস২০২৫ পালিত হয়েছে।

গতকাল রবিবার সকালে হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো.আকরাম উদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো.নাছির উদ্দিন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে স্কুলের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে প্রধান অতিথির উপস্থিতিতে অগ্নি নির্বাপণ বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করতে হবে
পরবর্তী নিবন্ধমইজ্যারটেকে ৪ ব্যবসায়ীকে জরিমানা