কক্সবাজারের নয় উপজেলাকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসসহ নিয়মিত আবহাওয়ার খবর পৌঁছানোর মাধ্যমে এলাকাগুলোকে দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে এই সরকারি দপ্তরটি একটি পোর্টালও (নসফ.মড়া.নফ) তৈরি করেছে। এই পোর্টালে প্রাথমিকভাবে কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলার প্রত্যেক ইউনিয়নের আবহাওয়া সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে। বাকি ৬ উপজেলার ইউনিয়নসমূহের আবহাওয়া তথ্যও ক্রমান্বয়ে ওই পোর্টালে সংযুক্ত করা হবে।
গত বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাস ও দ্রুত ঘূর্ণিঝড় সতর্কতার ধরন সম্পর্কিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ঘূর্ণিঝড় প্রবণ দেশ। প্রতিবছর ঘূর্ণিঝড়ের কারণে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি অনেকটা কমে এসেছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে। কর্মশালায় আবহাওয়া দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।