দুর্ভোগ গ্রামেও, বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা

| মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

চার দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের পাশাপাশি পাহাড়ি নদীগুলোর পানি বেড়ে এবং খালজলাশয় উপচে চট্টগ্রামের ১৩টি উপজেলার প্রায় তিন লাখ মানুষও পানিবন্দি হয়ে পড়েছেন। চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে দক্ষিণের সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া ও আনোয়ারা এবং উত্তরের রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ির পানিতে তলিয়ে যাওয়া এলাকার পরিমাণ বেশি। এছাড়া চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপের কিছু এলাকার মানুষও পানিবন্দি হয়ে পড়েছেন। খবর বিডিনিউজের।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানান, বেশির ভাগ উপজেলায় পানি বাড়ছে। এরমধ্যে ১০টি

উপজেলায় পানির পরিমাণ বেশি। তিনি বলনে, ‘দক্ষিণের উপজেলাগুলোতে পানি বাড়ছে মূলত পাহাড়ি সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়াতে। উত্তরেও ভারি বৃষ্টির সাথে যোগ হয়েছে পাহাড়ি ঢল। বাড়ছে হালদা ও কর্ণফুলীর পানিও।’ উপজেলা ও নগরী মিলিয়ে সোমবার রাত পর্যন্ত ৭৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, ‘মোট প্রায় ৩ লাখ ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। এরমধ্যে নগরীর পরিবারের সংখ্যা খুবই কম। বেশির ভাগই উপজেলাগুলোর মানুষ।’

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া ও উখিয়ায় পাহাড় ধসে ৪ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধশেষ যাত্রায় আসল না স্ত্রী-সন্তানও