দুর্ব্যবহার শুধু ব্যক্তিত্ব নষ্ট করে না, ধ্বংস করে সুশাসনও

সুব্রত কুমার নাথ | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

প্রবাদ আছে, ব্যবহারে বংশের পরিচয়। সুন্দর ব্যবহার, মার্জিত আচরণ, ধর্মচর্চা ও মানবিকতাবোধ প্রথমত মানুষ তার পারিবারিক শিক্ষায় অর্জন করে। দ্বিতীয়ত উন্নত শিক্ষা, সৎ ও গুণী মানুষের সাহচর্যে লাভ করে। পরবর্তীতে এসব গুণাবলি সম্পন্ন আলোকিত ব্যক্তিরা সমাজ তথা রাষ্ট্রকে সমৃদ্ধ করে। তাঁরা নিজ দায়িত্ববোধ থেকে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে স্বচ্ছ, শৃঙ্খলিত ও গতিশীল রাখার প্রাণপণ চেষ্টা করে। রাষ্ট্রে কাজভেদে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে গ্রামভিত্তিক সমাজব্যবস্থা। প্রতিটি সমাজ ও প্রতিষ্ঠানের সুশাসন নির্ভর করে সমাজপতি ও প্রতিষ্ঠান প্রধান সহ সকল মানুষের সুন্দর আচরণের ওপর। একজন গুণী ও চরিত্রবান মানুষ সমাজের অলংকার ও রাষ্ট্রের সম্পদ। তাঁরা সমাজ ও প্রশাসনকে সুপরিকল্পিতভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। সত্যিকারের গুণীরা তাদের আচরণে সর্বদা বিনয় প্রকাশ করে এবং নিজেদেরকে সবসময় অন্যদের তুলনায় ছোট মনে করে। অন্যদিকে, যাঁরা অন্যের সাথে বিনয় ও শ্রদ্ধার সাথে কথা বলেন না, আচরণে স্নেহ- ভালবাসা প্রকাশ পায় না, কাজের স্বীকৃতি দেন না বা কৃতজ্ঞতা প্রকাশ করেন না, তাঁরা সমাজ বা প্রতিষ্ঠানের অসামাজিক ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁদের অনেকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে দুর্ব্যবহার। এসব লোকেরা কেবল নিজেদের স্বার্থচিন্তায় মগ্ন থাকে। কথায় কথায় অন্যকে ছোট করা, গাল- মন্দ করা, অজুহাত তুলে ধমক দেওয়া, কাজের স্বীকৃতি বা প্রসংশা না করা তাঁদের প্রধান কাজ হয়ে ওঠে। তাঁরা দুর্ব্যবহার করে শুধু নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে তা নয়, তাঁরা ধ্বংস করে দেয় সুশাসনও। যাঁরা দুর্ব্যবহার করে তাঁদের মধ্যে অনেক সময় লোভ, মোহ, অহংকার ও ক্ষমতার দাপট কাজ করে। অনেকে সংশ্লিষ্ট বিষয়ের দুর্বলতা ঢাকতেও হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুর্ব্যবহার। দুর্ব্যবহার সহ্য করতে না পেরে অনেকে অসুস্থ হয়ে পড়ে, আবার অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে, দুর্ব্যবহারকারী চরম অপরাধী ও ক্ষমার অযোগ্য বলে মানতে হবে। তাই আসুন, সকলে সুন্দর ও মার্জিত ব্যবহার আর মানবিকতাবোধের পরিচয় দিয়ে পরিবার, সমাজ, প্রতিষ্ঠান সর্বোপরি দেশকে শৃঙ্খলিত ও সুন্দর রাখি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায়দের পাশে এসে দাঁড়ান
পরবর্তী নিবন্ধকাজের পরিধি বাড়লে জীবনের গতি বাড়বেই