দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাউজান সরকারি কলেজের মালিকানাধীন ৭তলা বিশিষ্ট মার্কেট।
রাউজান পৌর সদর মুন্সিরঘাটায় অবস্থিত রাউজান কলেজ মার্কেটটি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী।
জানা যায়, সোমবার (৫ আগস্ট) রাত আনুমানিক ০৮ টার দিকে কলেজ মার্কেটে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে বিল্ডিং ভস্মীভূত হয়। এছাড়াও মার্কেট ভবনের একটি কক্ষে উন্নয়ন কাজের জন্য রক্ষিত লোহা, বৈদ্যুতিক তার, সিমেন্ট, রং, গ্রীল, আসবাবপত্র, জানালার আয়নাসহ অনেক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
মার্কেটের ২য় তলার পুরো ফ্লোরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে ওয়ান ব্যাংক লিমিটেড। ওয়ান ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক এম এ হান্নান জানান, তাদের সকল আসবাবপত্র ও ডকুমেন্টস পুড়ে যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়।
তিনি আরও বলেন, আগুনের লেহিলান শিখা ছড়িয়ে আমাদের ব্যাংকের তালাবদ্ধ শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ সম্পর্কে মুখ খুলতে রাজি হননি তিনি।
রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী বলেন, রাতের আঁধারে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।