দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় চট্টগ্রাম১এর আয়োজনে ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বন্দর কর্তৃপক্ষের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় নগরীর সরকারি ও বেসরকারি মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং দুটি সেমিফাইনাল ও একটি চূড়ান্তপর্বসহ মোট তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয়। গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ কে হারিয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৩ জন বিতার্কিক অহিন জামান, শাফায়েত আমিন, আবরার লাবিব মোর্শেদ অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ মর্জিনা খান, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মো. আবু সাঈদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন। সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশী-বিদেশী পর্যটকদের সেবা নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ইইই বিভাগের ৩৭তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম