‘দুর্নীতি দমন না করতে পারলে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আয়োজিত ‘নো ইউর রাইটস উইথ চাকসু’ শীর্ষক সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোকাররম হোসাইন এ মন্তব্য করেন। সেমিনারে দৈনন্দিন জীবনে মৌলিক আইনগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্য তুলে ধরা হয়।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমন্ত্রিত বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোকাররম হোসাইন। উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, এডভোকেট সাদ্দাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোহাম্মদ আলী। এডভোকেট মোকাররম হোসাইন বলেন, আমরা যদি দুর্নীতি দমন করতে না পারি তাহলে দেশ কখনো মাথা উঁচু করে দাড়াতে পারবে না। রাজনৈতিক নেতারা যখন হাজার হাজার কোটি টাকা পাচার করে তখন আমাদের চুপ করে বসে থাকলে হবে না। শিশির মনির বলেন, আমাদের সংবিধানকে যখন যে দলের ইচ্ছে হয়েছে তখনই সংবিধান পরিবর্তন করেছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে উন্নতি করতে হবে, না হলে বিগত সময়ের মতো রাষ্ট্র অবনতির দিকে যাবে। ছাত্র সংসদের নেতাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, কারণ জনগণ বিশ্বাস করে তারা সত্যের পথে আছে।












