দুর্নীতি দমন কমিশনের তৎপরতা চলছে। দুদক চুনোপুটি থেকে শুরু করে বড় বড় রাঘব বোয়াল দুর্নীতিবাজদের ধরছে। সাধারণ জনগণ আশা করে এই তৎপরতা যেন অব্যাহত থাকে। দুর্নীতির মূলোৎপাটন হোক। যা কিছু সংখ্যক দুর্নীতিবাজ ছাড়া দেশের প্রত্যেক নাগরিক মনে প্রাণে চাইছেন। গত কয়েক বছরে বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও অন্যান্য অত্যাবশ্যক খাতসহ প্রত্যেকটি সরকারি কর্মকাণ্ডে জনগণের করের টাকা বৈদেশিক ঋণের বিরাট অংশ দুর্নীতিবাজদের পকেটে চলে গেছে। ফলে নিম্নমানের কাজ সম্পন্ন হয়েছে অথবা কাজ একেবারেই হয়নি। দুর্নীতিবাজরা এ কালো টাকা দিয়ে বাড়ি গাড়ি কিনছে, পাচার করছে। বিলাসী জীবন-যাপন করছে। এবং আরো অধিক পরিমাণে দুর্নীতি করার স্বপ্ন দেখছে। বড় দুর্নীতিবাজরা ছাড়া পেলে দেশের মানুষের মধ্যে দুদক সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হবে। ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা এবং দেশের প্রচলিত আইনে তাদের শাস্তির ব্যবস্থা করার মধ্যে দুদকের স্বার্থকতা। সে জন্য সৎ ও নিষ্ঠাবান তদন্ত কর্মকর্তারা তথ্য প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান ও তদন্ত করবেন। এটাই কাম্য। তাই দেশ ও জাতির স্বার্থে দুদককে সৎ ও নিষ্ঠার সংগে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।
– এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়
কোরবানীগঞ্জ, চট্টগ্রাম