বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আন্তর্জাতিক সচিব অধ্যাপক জালাল উদ্দীন আযহারী বলেছেন, মাদক ও দুর্নীতি অপরাধ জগতের অভয়ারণ্য। মাদক ও দুর্নীতি আমাদের কাছে স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। যা অত্যন্ত দুঃখজনক, প্রশাসন অভিযান করেই দায়িত্ব শেষ মনে করছে। তাই দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি তাদের প্রশ্রয়দাতা গডফাদারদেরও বিচারের আওতায় আনতে হবে।
গত ১৯ সেপ্টেম্বর পটিয়ার শহীদ হালিম লিয়াকত মিলনায়তনে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা পটিয়া পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী ফ্রন্ট পটিয়া পৌরসভার সভাপতি এস.এম. শামুনুর রশিদ আমিরীর সভাপতিত্বে ও ছাত্রসেনা পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক কাযী হাফেজ আহমদ আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের সহ-দপ্তর সচিব ইঞ্জিনিয়ার নুর হোসেন, ইসলামী ফ্রন্টের প্রচার সচিব রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল। বিশেষ বক্তা ছিলেন ইসলামী যুবসেনার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক এমরানুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক কাযী আবু বকর ছিদ্দিক। উপস্থিত ছিলেন আলী হোসাইন, সালাহ উদ্দিন খোকন, কাযী বদিউর রহমান, আবু নোমান নাছিম, কামাল উদ্দীন, দিদারুল ইসলাম, আরিফুল হক রানা, ওমর ফারুক, নজরুল ইসলাম শওকত, ইফতেখার হোসাইন মিশু, হেলাল উদ্দিন ও এস এম ফরিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।