দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয়

চট্টগ্রামে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের পাশাপাশি আয়োজনে ছিল দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে আলাচনা সভা। এছাড়া দুর্নীতি প্রতিরোধের শপথ গ্রহণ করেন কর্মকর্তারা। গতকাল বিকালে দুদক চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। উপস্থিত ছিলেন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর উপপরিচালক মো. আতিকুল আলম ও বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের উপপরিচালক মো. ফজলুল বারী। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুদক চট্টগ্রামের কর্মকর্তাকর্মচারীরা। আলোচনা সভায় আলোচকরা দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য, দুর্নীতি কীভাবে রোধ করা যায় এবং দুর্নীতি বিরোধী কার্যক্রমকে কীভাবে জনগণের কাছে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। সবশেষে উপস্থিত সবাই দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত থেকে নিজে কোন অন্যায় ও দুর্নীতি না করার এবং প্রত্যেকে যার যার উপর অর্পিত দায়িত্ব যথাযথ নিষ্ঠার সাথে পালনের শপথ ও অঙ্গীকার ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর বাণীগ্রামে তিন দিনব্যাপী রাসবিহারী পূজা কাল শুরু
পরবর্তী নিবন্ধচলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে শেষ করতে হবে