‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সম্প্রতি দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–২ এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবু জাহেদ। এতে প্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাটহাজারী থানা অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সালাউদ্দিন জাহাঙ্গীর, জান্নাতুল নেছা রেখা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফা, মোহাম্মদ আজিজুল ইসলাম ও হাদী জমির উদ্দীন।












