দুর্নীতির কারণে আজ দেশের বেহাল অবস্থা : ডা. শাহাদাত

| শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম পর্যায়ে। চারদিকে মানুষের হাহাকার। টিসিবির গাড়ির পিছনে ছুটছে উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। দেশের বর্তমান নাজুক পরিস্থিতি আগে কখনো ঘটেনি। মানুষের প্রশ্ন বাংলাদেশ কি দ্রুত শ্রীলংকার পরিণতির দিকে যাচ্ছে? দুর্নীতির কারণে আজ দেশের বেহাল অবস্থা। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। হাজার হাজার কোটি টাকা সরকারের দুর্নীতিবাজরা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের অর্থনীতি একসময় ২২ পরিবারের হাতে ছিল বর্তমানে এখন এটা ১০ পরিবারের হাতে চলে গেছে। গতকাল বিকালে নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাবেয়া বেগম রাবুর সৌজন্যে সুবিধাবঞ্চিত দরিদ্র মহিলাদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শাহাদাত বলেন, দেশের জনগণ এখন চায় আওয়ামী লীগ সরকার দ্রুত পদত্যাগ করুক।
আমাদের অধিকার আমরা আদায় করব। আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ে রাজপথে নামতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল কিন্তু রমজান আসার পর পরই সবকিছুই এখন আকাশচুম্বী।
নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাবেয়া বেগম বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মনোয়ারা বেগম মনি, মোহাম্মদ আলী, মোহাম্মদ এরশাদ, আব্দুল মান্নান, ইমরান আলী, নুরুল ইসলাম মজুমদার, সেলিনা বেগম, শেলী বেগম, কাজল, রুবি আক্তার, নূর বেগম, বিবি হাওয়া, সায়মা বেগম, আনোয়ারা বেগম, লুৎফা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ্‌ মালেকীয়া যুব কমিটির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবারৈয়ারঢালা পশ্চিম ধর্মপুর সড়কের কাজ উদ্বোধন