দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই

মুরাদপুরে উঠান বৈঠকে অধ্যক্ষ হেলালী

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বই প্রধান শর্ত। যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব ছাড়া জনগণের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়। গতকাল সোমবার রাতে নগরীর মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে নিবেদিত হয়ে যারা কাজ করবেন, তারাই প্রকৃত অর্থে দেশের নেতৃত্ব দিতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রার্থীকেই জনগণ সমর্থন করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার। বক্তব্য দেন, অধ্যক্ষ নুরুল ইসলাম, রঞ্জু মিয়া, বুলবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক-সমপ্রীতিতে বিশ্বাসী বিএনপি