সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বই প্রধান শর্ত। যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব ছাড়া জনগণের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়। গতকাল সোমবার রাতে নগরীর মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে নিবেদিত হয়ে যারা কাজ করবেন, তারাই প্রকৃত অর্থে দেশের নেতৃত্ব দিতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রার্থীকেই জনগণ সমর্থন করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার। বক্তব্য দেন, অধ্যক্ষ নুরুল ইসলাম, রঞ্জু মিয়া, বুলবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










