আমাদের দেশে দীর্ঘদিন ধরে দুর্নীতি একটি মহামারির মতো বিস্তার লাভ করেছে। সরকারি অফিস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সেবা প্রায় প্রতিটি ক্ষেত্রেই সাধারণ মানুষকে ঘুষ, তদবির ও অনৈতিক প্রভাবের শিকার হতে হয়। সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমনের নানা উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তব মাঠপর্যায়ে তার সুফল জনগণ পাচ্ছে না।
আমরা লক্ষ্য করি, কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তি আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে যায়, অথচ ভুক্তভোগী সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। এর ফলে ন্যায় ও সততার মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তরুণ সমাজ নিরুৎসাহিত হচ্ছে। অতএব, সরকারের কাছে বিনীত অনুরোধ দুর্নীতিবাজ যেই হোক না কেন, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হোক।
নুরুল মোজতবা সাবিত
ষোলশহর, চট্টগ্রাম।