দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনা হোক

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

আমাদের দেশে দীর্ঘদিন ধরে দুর্নীতি একটি মহামারির মতো বিস্তার লাভ করেছে। সরকারি অফিস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সেবা প্রায় প্রতিটি ক্ষেত্রেই সাধারণ মানুষকে ঘুষ, তদবির ও অনৈতিক প্রভাবের শিকার হতে হয়। সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমনের নানা উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তব মাঠপর্যায়ে তার সুফল জনগণ পাচ্ছে না।

আমরা লক্ষ্য করি, কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তি আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে যায়, অথচ ভুক্তভোগী সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। এর ফলে ন্যায় ও সততার মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তরুণ সমাজ নিরুৎসাহিত হচ্ছে। অতএব, সরকারের কাছে বিনীত অনুরোধ দুর্নীতিবাজ যেই হোক না কেন, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হোক।

নুরুল মোজতবা সাবিত

ষোলশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবীর শ্রেষ্ঠ মতিউর রহমান: অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধআব্বু আমাদের বিশাল জগৎ