দুর্ধর্ষ ছিনতাইকারী ‘হামকা’ গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:৩৫ পূর্বাহ্ণ

নগরীর অক্সিজেন মোড়ের লোহার ব্রিজ এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী ‘হামকা’ গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আল আমিন (৩২) ও তাজুল (৩৮)। গত শনিবার রাত পৌনে ১২ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজাদীকে নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান।
ওসি মো. কামরুজ্জামান জানান, আল আমিন বায়েজিদ এলাকার হামকা গ্রুপের সক্রিয় সদস্য। এলাকায় নারী নির্যাতন, ছিনতাই ও মাদক বিক্রি থেকে শুরু করে কিশোর গ্যাংদের নেতা হিসেবে পরিচিত সে। তার নামে বায়েজিদ থানায় ১২টি মামলাসহ অন্যান্য থানা মিলে মোট ১৭টি বিচারাধীন মামলা রয়েছে। অন্যদিকে আসামি তাজুল ইসলাম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে শহীদ নগর, ওয়াজেদিয়া, নয়ারহাট, বালুছড়াসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে। বর্তমানে তাজুল আসামি আল আমিনের সাথে যৌথভাবে এই ব্যবসা করছে। তার বিরুদ্ধে নগরীর বায়েজিদ ও পাঁচলাইশ থানায় মোট ৯টি মাদক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ড. ইমরান হোসেনের মৃত্যুতে ইডিইউর শোক
পরবর্তী নিবন্ধহাসপাতালে ভর্তি শেষে প্রসূতিকে রক্তও দিলেন ‘মানবিক পুলিশ’