দুর্দিনে যারা দলের পাশে ছিল তাদের মূল্যায়ন করা হবে

ছনুয়ায় আ.লীগের সম্মেলনে এমপি মোস্তাফিজ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, আওয়ামী লীগ এদেশের জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করে। দলে দুর্দিনে যারা পাশে থেকে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে গেছে আগামীতে তাদের মূল্যায়ন করা হবে। সবাইকে সাথে আধুনিক বাঁশখালী করতে চাই। গতকাল বাঁশখালী ছনুয়া ইউনিয়নের আওতাধীন ৯ ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেএসডি হোছাইনিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি। সভার উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বাহারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.হারুনুর রশিদ, খানখানাবাদ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার। সভায় বক্তব্য রাখেন শেখেরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার, মো. আলমগীর কবির, আমিরুল বশর, আলমগীর চৌধুরী, ব্যাংকার ইমরুল কায়েশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরিতে কাজ করছে
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ