দুর্দিনে মানুষের পাশে থাকাই প্রকৃত মনুষ্যত্ব

শুলকবহর ওয়ার্ডে নগদ অর্থ ও চাল বিতরণ

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

সম্প্রতি ৮নং শুলকবহর ওয়ার্ডের খুলশী কলোনি পাহাড়ের পাদদেশে অগ্নিদুর্ঘটনায় বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয় ৯ পরিবার। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করা এ সকল পরিবারের জন্য গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রেরিত ২৭০ কেজি চাল ও ৬৭ হাজার ৫০০শত টাকা নগদ অর্থ চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। এতে প্রতিজন ৩০ কেজি চাল ও ৭ হাজার ৫০০শত করে নগদ টাকা গ্রহণ করেন। বিতরণকালে কাউন্সিলর মোরশেদ আলম বলেন, শুধু অগ্নিকাণ্ড নয়; লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছে ঐসকল পরিবারের পাশে সরকারের পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদেরও দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আর দুর্দিনে মানুষের পাশে থাকাই প্রকৃত মনুষ্যত্বের পরিচয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক সাব্বির হান্নান, কাইয়ুম সিদ্দিক, ঈদ মোহাম্মদ মুন্নু, মোতালেব সরকার, কামাল হোসেন, সাব্বির সিদ্দিক, শাহাদাত হোসেন হিরা, নেহাল রশীদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গি বাজারে হতদরিদ্রদের মাঝে সবজি বিতরণ
পরবর্তী নিবন্ধবায়েজিদে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার