বৈশ্বিক অর্থনীতি নিয়ে ‘খুবই বাজে অনুভূতি’ হচ্ছে ইলন মাস্কের, নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে কোম্পানির বেতনভুক্ত কর্মীদের ১০ শতাংশ ছাটাই করতে বলেছেন টেসলা কাণ্ডারী। বৃহস্পতিবার টেসলার নির্বাহী কর্মকর্তাদের ইমেইল পাঠিয়ে নিজ শঙ্কার কথা জানিয়ে কর্মী ছাটাইয়ের নির্দেশ দিয়েছেন মাস্ক। ইমেইলগুলো দেখার সুযোগ হয়েছে বার্তাসংস্থা রয়টার্সের। খবর বিডিনিউজের।
ইমেইলে বিশ্বব্যাপী সকল নিয়োগ প্রক্রিয়া স্থগিত করতে বলেছেন মাস্ক। আন্তর্জাতিক ব্যবসা খাতের শীর্ষ কর্মকর্তারা যখন বৈশ্বিক মন্দার শঙ্কায় ভুগছেন, এমন সময়েই এলো মাস্কের কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত। এর ঠিক দুদিন আগেই সকল টেসলা কর্মীকে সশরীরে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছিলেন মাস্ক। কর্মস্থলে হাজির না থাকলে ওই কর্মী ইস্তফা দিয়েছেন বলে ধরে নেওয়া হবে বলে জানিয়েছিলেন মাস্ক।
নির্বাহী কর্মকর্তাদের শুক্রবারে পাঠানো ইমেইলে টেসলার বিভিন্ন খাতে বেতনভূক্ত কর্মীর সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি উল্লেখ করে ১০ শতাংশ কমাতে বলেছেন মাস্ক।